রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৬ জানুয়ারী ২০২৫ ১৭ : ০৭Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: বান্দ্রার এক বিলাসবহুল বহুতলের ১২ তলায় থাকেন সইফ। সেখানেই বুধবার গভীর রাতে হামলা চালায় দুষ্কৃতী। তাদের সঙ্গে হাতাহাতি বাধে বলি-তারকার। সেই সময় সইফের হাতে, ঘাড়ে, মেরুদণ্ডে ছুরি দিয়ে কোপানো হয়েছে, এমনই জানা গিয়েছে। পুলিশের দাবি, সইফকে একাধিকবার কোপায় দুষ্কৃতী। তার পর সে পালায়। অভিনেতার শরীরে ছ’টি ক্ষত রয়েছে। দুষ্কৃতী পালিয়ে যাওয়ার পর মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়া হয় সইফকে। এইমুহূর্তে সেখানেই চিকিৎসাধীন তিনি। শুরু হয়েছে জোর পুলিশি তদন্ত। অভিনেতার হাতে, ঘাড়ে ও শিরদাঁড়ায় গভীর ছুরিকাঘাত ছিল। সইফের চিকিৎসক জানান, আঘাত বেশ গুরুতর ছিল। অস্ত্রোপচার হয়ে গিয়েছে। আইসিইউ-তে রাখা হয়েছে সইফকে। তবে বর্তমানে তিনি বিপন্মুক্ত।
বাবার বিপদের খবর পাওয়ামাত্রই সইফ-করিনার বাড়িতে পৌঁছন অভিনেতার বড় ছেলে ইব্রাহিম আলি খান। রক্তাক্ত অবস্থায় তখন পড়ে সইফ। আবাসনে সইফের গাড়ি থাকলেও চালক না থাকায় গাড়ি বের করা যায়নি। আশপাশে ছিল না অন্য কোনও গাড়িও। উপায় না দেখে কোনওরকমে ভোর সাড়ে ৩টে নাগাদ বাবাকে অটো রিকশায় চাপিয়ে হাসপাতালে নিয়ে যান তিনি!
লীলাবতী হাসপাতালের চিকিৎসক নিতিন দাঙ্গে বলেছেন, “শিরদাঁড়ায় গুরুতর চোট রয়েছে সইফের। শিরদাঁড়ায় গেঁথে ছিল আড়াই ইঞ্চি ছুরি। ঘাড়ে ক্ষত রয়েছে ১০ সেন্টিমিটারের! অস্ত্রোপচারের মাধ্যমে সেই ছুরি বার করা হয়েছে। ছুরি আটকে থাকার ফলে শিরদাঁড়া থেকে সেরিব্রোস্পাইনাল তরল নির্গত হচ্ছিল। এর সঙ্গে তাঁর ঘাড় ও হাতেও গুরুতর আঘাত ছিল। ”
প্রসঙ্গত, পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে গত কয়েকদিন ধরে সইফ-করিনার বাড়িতে মেঝে পালিশের কাজ চলছিল। সেই সুবাদে অভিনেতার ফ্ল্যাটে মানুষজনের যাতায়াত চলছিল। মেঝে পালিশের কাজে যুক্ত ছিলেন যাঁরা, তাঁদেরকে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। আরও জানা গিয়েছে, সইফের আবাসন ও ফ্ল্যাটের সিসিটিভির ফুটেজ খুঁটিয়ে দেখেও কোনও ব্যক্তিকে সন্দেহভাজন হিসাবে চিহ্নিত করা যায়নি। এর অর্থ পরিষ্কার। দুষ্কৃতী অত্যন্ত সচেতন ছিল সমস্ত সিসিটিভির অবস্থান সম্পর্কে। পুলিশ সূত্রের খবর, যেভাবে গোটা বিষয়টি ঘটেছে তাতে সন্দেহ করা হচ্ছে সইফ-করিনার আবাসন অথবা ফ্ল্যাটের কোনও ব্যক্তির সাহায্য ছাড়া এটি সম্ভব নয়। পুলিশের প্রাথমিক ধারণা, ডাকাতি করতেই সইফের ফ্ল্যাটে হানা দিয়েছিল ওই দুষ্কৃতী।
নানান খবর
নানান খবর

‘ভয় পাস না মা, আমি আছি’, ঝুপড়ি থেকে কন্যাশিশু উদ্ধার করলেন দিশা পটানির দিদি!

Ramayana 2: সীতা বন্দি, নতুন রূপে রাম - রামায়ণের দ্বিতীয় পর্বে বদলে যাচ্ছে গল্পের ছন্দ? কবে থেকে শুরু শুটিং?

শরীর চাই, নাভি না দেখালে হিট নয়! মালবিকার মুখে দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্ধ যৌনতার ছবি

সলমনের বিয়ে হওয়া ফস্কেছিল একটুর জন্য! কীভাবে জানেন? সম্পর্কে ইতি টানলেন শুভমন-সারা?

Exclusive- “শিবপ্রসাদ শিশির ভাদুড়ী, আমরা চুনোপুটি!” ছবি মুক্তির আগেই আচমকা শিবপ্রসাদকে কেন এমন বললেন রাখি গুলজার?

দ্বিতীয় বিয়ের দেড় বছরের মধ্যেই বাবা হলেন সৌম্য চক্রবর্তী, পুত্র না কন্যা সন্তান এল গায়কের ঘরে?

আটকে গেল সলমন অভিনীত প্রথম বায়োপিক! বিয়ে না করেই ৪৯ বছরে অন্তঃসত্ত্বা আমিশা?

বেনারসে ঘনাল বিভীষিকা! 'বাপি-প্রমথ'কে নিয়ে কোন রহস্যভেদে 'একেন বাবু'? টিজারেই উঠল কৌতূহলের ঢেউ

ফিরছে অপরাজিতা-প্রিয়াঙ্কার জুটি, মা-মেয়ের কোন অজানা গল্পে ডুব দেবেন দুই অভিনেত্রী?

শেষ হল 'দেবী চৌধুরানী'র পোস্ট প্রোডাকশনের কাজ, কবে আসছে বড়পর্দায়? কী জানালেন শুভ্রজিৎ মিত্র?

শাহরুখ-সুহানার রাজপাটে বাজিমাৎ করতে আসছেন আরশাদ! ‘কিং’-এর গোপন অস্ত্রটা কি আসলে তিনি-ই?

রাখি গুলজারের পোশাক ছিঁড়তে গিয়েছিলেন রঞ্জিত! জানতে পেরেই কোন কড়া ব্যবস্থা নিয়েছিল তাঁর পরিবার?

Exclusive: ৬০ পেরিয়ে সাতপাকে দিলীপ! ‘দাম্পত্য কীভাবে সামলাবেন ভাবলেই মজা লাগছে’ শুভেচ্ছা জানালেন দীপঙ্কর-দোলন

'কেশরী ২'-তে অক্ষয়ের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ টুইঙ্কেল, গর্বে উচ্ছ্বসিত হয়ে কী বললেন 'খিলাড়ি' পত্নী?

‘তারকা’ হলে কী হবে, পারিশ্রমিক না কমালে কাজ পাবেন না! কোন তারকাদের সতর্কবার্তা সুজিতের?